কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার

ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও থানা পুলিশ। এছাড়াও অতিরিক্ত জেল পুলিশও মোতায়েন করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে দেখা যায়, জেল পুলিশ সদস্যরা কারাগারের মূল ফটকের বাইরে স্বশস্ত্র অবস্থান নিয়েছেন। আশপাশ এলাকা দিয়ে র‌্যাব-১০ এর মোবাইল টিমকে টহল দিতে দেখা গেছে। ডিবি পুলিশের কয়েকজন সদস্যকে ফটকের বাইরে অবস্থান করছেন।

যোগাযোগ করা হলে কারা পুলিশের প্রধান আওলাদ হোসেন জানান, ঊর্ধ্ববতন কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে গত রাতেই মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে এই কারাগারে আনা হয়েছে।

এর আগে নিজামীকে ঢাকায় স্থানান্তরের গুঞ্জনে রোববার সন্ধ্যা থেকেই গণমাধ্যমকর্মীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিড় করেন। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া কারাগার থেকে লাইভ সম্প্রচার করতে থাকে। এসময়ই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মূল ফটকের বাইরের ব্যারিকেডের ভেতরে কারা কর্তৃপক্ষ ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

নিজামীর ফাঁসি কার্যকরে আর মাত্র একধাপ বাকি। ট্রাইবুনাল থেকে রিভিউ খারিজের কপি কারাগারে আসলেই জেল কোড অনুযায়ী নিজামীর ফাঁসি কার্যকরে ব্যবস্থা নেয়া শুরু হবে।



মন্তব্য চালু নেই