কারা ফটকের নিরাপত্তা জোরদার : দোকানপাট বন্ধ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত র‌্যাব, জেল পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছে কমিউনিটি পুলিশও।

এদিকে কারাফটক থেকে প্রায় ২০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া কারা এলাকায় সব ধরনের দোকানপাট, যান চলাচল, জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে।

অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন। শনিবার বিকেল ৩টা ৩৭ মিনিটে ছয়টি মাইক্রোবাসে মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা কারাগারে পৌঁছেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট মীর কাসেম আলীর ফাঁসির রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। রিভিউ আবেদন খারিজের তৃতীয় দিনে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়ে দেন তিনি। এর পর থেকে কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করেছেন।



মন্তব্য চালু নেই