কালার করা চুলকে খুব সহজে নতুনের মত করে তোলার গোপন টিপস !

হলফ করে বলতে পারি যে এই দারুণ টিপসটি আপনি জানেন না। আজকাল বলতে গেলে প্রায় সবাই-ই চুলে রঙ করান। কিন্তু শখ করে কালার করানোর পর সকলেই ভোগেন একই সমস্যায়। আর সেটা হলো চুলের কালার হয়ে পড়ে বিবর্ণ। অনেকেরই চুল পাটের আঁশের মত দেখায়। কালার করানোর সময় যেমন ঝলমলে রঙ ছিল, তার কিছুই অবশিষ্ট থাকে না। আপনারও কি এই সমস্যা? তাহলে একবার চেষ্টা করেই দেখুন এই টিপসটি। মাত্র একবার ব্যবহার করলেই আপনার কালার করা চুলের রঙ আবারও হয়ে উঠবে একদম নতুনের মত উজ্জ্বল, ঝলমলে ও সিল্কি।

যা যা লাগবে

পানি
লবঙ্গ

যেভাবে করবেন

-আপনার চুলের পরিমাণ বুঝে পানি নিন।

-প্রত্যেক কাপ পানির জন্য ৭/৮ টি করে লবঙ্গ পানিতে দিন। খুব ভালো মানের লবঙ্গ ব্যবহার করবেন। যত ভালো লবঙ্গ, তত ভালো ফল।

-এবার জ্বাল কমিয়ে মিনিট ১৫ জ্বাল দিন।

-তারপর ঠাণ্ডা করে ছেঁকে নিন। এই মিশ্রণটিই আপনার কালার রিফ্রেসার হিসাবে কাজ করবে।

-চুলে শ্যাম্পু করে ভালো করে পানি নিংড়ে নিন। কন্ডিশনার দেবেন না। এবার আপনার শ্যাম্পু করা চুল এই লবঙ্গের পানি দিয়ে ধুয়ে ফেলুন।

-আর তারপর দেখুন ম্যাজিক। আপনার চুলগুলো হয়ে উঠেছে একদম নতুনের মত।



মন্তব্য চালু নেই