কালো মানুষকেও সাদা করে এই ডিটারজেন্ট (ভিডিও)

সম্প্রতি চীনের একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিজ্ঞাপনটির মাধ্যমে বর্ণবিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে।

সাংহাই লিশাং কসমেটিকস লিমিটেডের ওই ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনটির বিরুদ্ধে গত মার্চে প্রথম চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এতে দেখানো হয়, হাতে রঙের বালতি ও ময়লা টি-শার্ট পরিহিত এক কৃষ্ণাঙ্গ তরুণকে কৌশলে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়েছেন এক চীনা তরুণী। ওই ওয়াশিং মেশিনের ভেতরে সাংহাই লিশাংয়ের ডিটারজেন্ট পাউডার দেওয়া ছিল। কিছুক্ষণ পর ওই মেশিন থেকে পরিষ্কার টি-শার্ট পরিহিত কৃষ্ণাঙ্গ তরুণ শেতাঙ্গ চীনা তরুণ হয়ে উঠে আসে।

চলতি সপ্তাহে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও এই চীনা বিজ্ঞাপনটির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার কোম্পানিটি তাদের বিজ্ঞাপনের জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে প্রতিষ্ঠানটি এ সমালোচনাকে পশ্চিমা গণমাধ্যমের বাড়াবাড়ি বলেও উল্লেখ করেছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই