‘কাশ্মিরে ১০ লাখ সৈন্য মোতায়েন রেখেছে ভারত’

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ১০ লাখ সৈন্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া। বুধবার রেডিও পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

জাকারিয়া বলেছেন, পাকিস্তানের উদ্বেগ সত্ত্বেও কাশ্মিরে সর্বোচ্চ সৈন্য মোতায়েন রেখেছে ভারত। ব্যাপকসংখ্যক সেনা মোতায়েন কাশ্মিরে জাতিসংঘের প্রস্তাবনা বাস্তবায়নের ক্ষেত্রে বাধা বলে মন্তব্য করেছেন তিনি।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরো বলেন, ভারতীয় সেনারা গত চার মাস ধরে কাশ্মিরে মৌলিক মানবাধিকার লঙ্ঘন ও নিষ্পাপ মানুষকে হত্যা করছে। শিগগিরই কাশ্মিরে রক্তপাত বন্ধ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জাকারিয়া।

নাফিজ জাকারিয়া বলেন, ভারতের সঙ্গে উল্লেখযোগ্য সব ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে পাকিস্তান। কাশ্মির ইস্যুতে শান্তিপূর্ণ প্রস্তাবনা বাস্তবায়নে জাতিসংঘকে ভূমিকা রাখার দাবি জানান তিনি।

সূত্র : ডন।



মন্তব্য চালু নেই