কাশ্মীরের মুখ্যমন্ত্রী মারা গেছেন

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ (৭৯) মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহ ধরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন ছিলেন মুফতি সাঈদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল থেকে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

সাঈদের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। এ ছাড়া জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ওমর আবদুল্লাহ এবং বিজেপি নেতা রাম মাধব টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন।

পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মুফতি মোহাম্মদ সাঈদ গত বছরের ১ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৯ সালে তিনি জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি গঠন করেন।

সূত্র: এনডিটিভি



মন্তব্য চালু নেই