কাসেমের ফাঁসি কার্যকরে প্রস্তুত কাশিমপুর কারা কর্তৃপক্ষ

গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা মানবতাবিরোধী অপরাধে মৃত্যদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ায় যেকোনো সময় তার ফাঁসি কার্যকর করবে কারা প্রশাসন। সরকারি নির্দেশনা পেলে নির্ধারিত রায় কার্যকরে কারা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক।

তিনি জানান, মীর কাসেম আলী শুক্রবার দুপুরের পর প্রাণভিক্ষা চাইবেন না বলে কারা প্রশাসনকে জানিয়ে দেন। এরপরই আপিল বিভাগের দেওয়া মৃতুদণ্ডের রায় কার্যকরের ক্ষণ গণনা শুরু হয়।

তিনি বলেন, কারাগারের চারপাশে এবং বিশেষ করে কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দারা। কারা ফটকেও তল্লাশি করে নিয়মিত দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া কারা ফটকের সামনেও বসানো হয়েছে তল্লাশি চৌকি।

গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ জানিয়েছেন, ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে কারা প্রশাসনের নির্দেশনা পাওয়া সাপেক্ষে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে।



মন্তব্য চালু নেই