কিংস্টনে ব্যাটে-বলে জ্বলে উঠলেন সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আবারও জ্যামাইকা তালাওয়াসের জয়ে অবদান রাখলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা ক্রিকেটারের অলরাউন্ড নৈপুণ্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্রিস গেইলের দল।

আগের ম্যাচে ফিফটি করে দলকে জেতানো সাকিব সেন্ট কিটসের বিপক্ষে ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। পরে ২ ওভার হাত ঘুরিয়ে ২ রান দিয়ে নেন ২ উইকেট।

বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচে কিংস্টনের সাবিনা পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান করে জ্যামাইকা।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন কুমার সাঙ্গাকারা। ২৩ বলে ৩৫ রান করেন রোভম্যান পাওয়েল। ছয়ে নামা সাকিব ১৭ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন।

বড় লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫.৫ ওভারে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় সেন্ট কিটসের ইনিংস। সর্বোচ্চ ২৩ রান করেন জোনাথন কার্টার।

জ্যামাইকার পক্ষে ওয়েস্ট ইন্ডিয়ান পেসার কেসরিক উইলিয়ামস ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট।

সাকিব বোলিংয়ে আসার আগেই পরে যায় সেন্ট কিটসের ৬ উইকেট। ১২তম ওভারে প্রথম বোলিংয়ে এসে ১ রান দিয়ে শামরাহ ব্রুকসের উইকেট নেন সাকিব। দুই ওভার পর আক্রমণে এসে বোল্ড করেন তাবরাইজ সামসিকে।

২ ওভারে ২ রান দিয়ে ওই ২ উইকেট নেন সাকিব। তার মতো আন্দ্রে রাসেল ও ডেল স্টেইনও নেন ২টি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতেন সাঙ্গাকারা।

ছয় ম্যাচে এটা জ্যামাইকার চতুর্থ জয়। ৯ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।



মন্তব্য চালু নেই