“কিছু সমস্যার কারনে ঈদে ঘরমুখো মানুষকে দূর্ভোগ পোহাতে হয়েছে”

টিপু সুরতান(রবিন), সাভার(ঢাকা): উল্টোপথে গাড়ী চালানো, ঘাটের সমস্যা ও মহাসড়কগুলোতে সংস্কার কাজের কারণে এবার ঈদে ঘরমুখো মানুষকে সড়ক-মহাসড়কগুলোতে দূর্ভোগ পোহাতে হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সংবাদকর্মিদের সাথে আলাপ কালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী জানান উল্টোপথে গাড়ী চালানো, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের আট লেন থেকে ঢাকার প্রবেশ পথে টু লেনের ব্রীজ; দৌলতদিয়া ঘাটের সমস্যাসহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজের জন্য এবার যাত্রীদের মহাসড়কগুলোতে দূর্ভোগ পোহাতে হয়েছে।

মনমানসিকতার পরিবর্তন না করলে সড়ক- মহাসড়কগুলোতে উন্নয়ন কাজ করেও যানজটের মতো জনদূর্ভোগ কমানো সম্ভব নয় বলে এসময় জানান মন্ত্রী।



মন্তব্য চালু নেই