কিবরিয়া হত্যা মামলায় মেয়র আরিফুলের জামিন

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ আরিফুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈনুল হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আব্দুল হালিম কাফি। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশিরউল্লাহ।

এর আগে গত ৯ আগস্ট আরিফুল হক চৌধুরীকে কেন জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

২০০৫ সালের জানুয়ারি মাসে সিলেটের বৈদ্যনাথ তলায় গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবিরিয়াসহ পাঁচজন নিহত হন। আহত হন আরো ৪৩ জন। এই ঘটনার পরদিন থানায় মামলা করা হয়। পরবর্তীতে সম্পূরক চার্জশিটে মেয়র আরিফুল হককে আসামি করা হয়।



মন্তব্য চালু নেই