কিম জং উনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘ আমি তার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে কথা বলতে আমার কোনো সমস্যা নেই।’

উত্তর কোরিয়া যাতে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয় সেজন্যই তিনি কিম জং উনের সঙ্গে কথা বলতে আগ্রহী বলে জানান ট্রাম্প।

রিপাবলিকান দলের এই মনোনয়ন প্রত্যাশী একইসঙ্গে জানান, উত্তর কোরিয়াকে তার পথ থেকে ফেরাতে তিনি চীনের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন। প্রসঙ্গত, চীনই উত্তর কোরিয়ার একমাত্র ঘনিষ্ঠতম দেশ।

ট্রাম্প বলেন, একই সময় আমি চীনের ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করবো। কারণ চীনের ওপর আমাদের অনেক বেশি অর্থনৈতিক ক্ষমতা রয়েছে।

তবে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন ট্রাম্পের এই মন্তব্যের পর তার পররাষ্ট্রবিষয়ক নীতিকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন।



মন্তব্য চালু নেই