সংসদ সদস্যের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। “সাক্ষরতা আর দক্ষতা টেকসই সমাজের মূলকথা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান’র নেতৃত্বে এক বিশাল র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কিশোরীগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,উপজেলা কৃষি অফিসার এনামুল হক,উপজেলা প্রকৌশল অফিসার কেরামত আলী নান্নু,মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ অফিসার আব্দুর রাজ্জাক,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবুল,উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রাক্তন শিক্ষক ফজলার রহমান,বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু,নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন,মাগুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খলিল,কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবুল হোসেন,প্রধান শিক্ষক গোলাম আযম,সংসদ সদস্যের কিশোরগঞ্জ প্রতিনিধি রেজাউর রহমান ফিলিপ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপির ব্যবস্থাপক নিকোলাস মূর্মূ ও উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট অফিসার আইয়ুব আলী প্রমূখ।

আলোচনা সভা শেষে কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে ৩দিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য শওকত চৌধুরী। পরে তিনি কিশোরগঞ্জ ভুমি অফিসের সামনে বাজার মোড়ে পানির ফোয়ারার ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন এবং উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে উপজেলা বিভিন্ন মসজিদের ও শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরের জন্য বরাদ্দকৃত মাছের পোনা অবমুক্ত করণ শেষে উপজেলা ত্যাগ করেন।



মন্তব্য চালু নেই