কিশোরগঞ্জে ডিজিটালাইজ’র মাধ্যমে বিদ্যালয়ে উপস্থিতি কার্যক্রম উদ্বোধন

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি স্কুল ও কলেজ এবং বড়ভিটা স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করণের লক্ষ্যে ডিজিটালাইজ’র মাধ্যমে বিদ্যালয়ে উপস্থিতি কার্যক্রম উদ্বোধন করা হয়।

সকালে জেনারেল অটোমেশ কোম্পানির প্রযুক্তি সহায়তায় রণচন্ডি স্কুল ও কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান,কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মোঃ তারিকুল ইসলাম,রণচন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান প্রমূখ।

বিকালে বড়ভিটা স্কুল ও কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায়বক্তব্য রাখেন, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান,কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মোঃ তারিকুল ইসলাম,বড়ভিটা স্কুল ও কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া ও প্রভাষক বাদশা আলমগীর প্রমূখ।

পরিশেষে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক গোলাম মোস্তফা এমপি।



মন্তব্য চালু নেই