কিশোরগঞ্জে দুই বেকারীতে ১১হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ উপজেলায় ২টি বেকারীতে অভিযান চালিয়ে দুই বেকারীর মালিকের জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর-নীলফামারী জেলার দায়িত্বে থাকা সহকারী পরিচালক আফসানা পারভীন ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমানের যৌথ অভিযানে নিতাই ইউনিয়নের কাচারীর হাট এলাকার ভাই ভাই বেকারীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন,যত্রতত্র ময়লা জমা রাখা,খাদ্যের মধ্যে মশা মাছি পড়ে থাকার কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে বেকারীর মালিক আপিউল ইসলামের কাছে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে উপজেলা পরিষদ সংলগ্ন মোড়ের নিতাই ইউনিয়ন সড়কের বিসমিল্লাহ বেকারীতে অভিযান চালিয়ে সেখানেও অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন,যত্রতত্র ময়লা জমা রাখা,খাদ্যের মধ্যে মশা মাছি পড়ে থাকা নিম্নমানের পামওয়েল দিয়ে খাদ্য তৈরী ও বিক্রয়জাত দ্রব্যাদিতে মূল্য না থাকায় একই আইনে বেকারীর মালিক আনাম হোসেনের কাছ থেকে ৬হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দিকে একটি চায়ের দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য বিক্রয় করার অভিযোগে উপজেলা পরিষদ মোড়ের চায়ের দোকানের মালিক রাশেদ’র কাছ থেকে ২শত টাকা জরিমানা করে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সিদ্দিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট অফিসার আইয়ুব আলী,উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গোলাম কিবরিয়া ও কিশোরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শাহজাহান আলী প্রমূখ।



মন্তব্য চালু নেই