কিশোরগঞ্জে পুলিশ সুপারের সাথে সুধীজন ও কমিউনিটি পুলিশিং সদস্যদের মতবিনিময়

কিশোরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সুধীজন ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ থানা চত্তরে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার জাকির হোসেন খান।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে মতবিনিময়ে ইউএনও মোঃ সিদ্দিকুর রহমান, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে নাবগত পুলিশ সুপার জাকির হোসেন খান জনগণের সহযোগীতা চেয়ে বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে আপনাদের সহযোগীতা করতে হবে। কারণ পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। পুলিশ জনগণের বন্ধু হতে চায়, শত্রু নয়। পুলিশকে অপরাধীরা ভয় করবে। সবাইতো ভয় করে না। তিনি জানান, পুলিশ সদস্যরা সেবার ব্রত নিয়ে আপনাদের পাশে থাকবে এবং কাজ করে যাবে। মতবিনিময় সভা শেষে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মতবিনিময় সভা শুরুর আগে কিশোরগঞ্জে যমুনেশ্বরী নদীতে বিভিন্ন প্রজাতির ২০কেজি মাছের পোনা অবমুক্ত করেন পুলিশ সুপার জাকির হোসেন খান।



মন্তব্য চালু নেই