কিশোরগঞ্জে বাল্য বিবাহের আয়োজন করায় ভ্রাম্যমান আদালতে ৩ জনের সাজা

কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ও গাড়াগ্রাম ইউনিয়নে পৃথক দু’টি স্থানে বাল্য বিবাহের আয়োজন করায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার কয়েকজন পুলিশকে সাথে নিয়ে বড়ভিটা ও গাড়াগ্রাম ইউনিয়নের পৃথক দু’টি বাল্য বিবাহের অনুষ্ঠানে হানা দিয়ে বড়ভিটা ইউনিয়ন থেকে ১জন ও গাড়াগ্রাম ইউনিয়ন থেকে ২জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আটক কৃতদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বড়ভিটা ইউনিয়নের আমলাল চন্দ্রের ছেলে রিয়াদ চন্দ্রকে (৪৫) ১৪দিন ও গাড়াগ্রাম ইউনিয়নের যতিশ চন্দ্র রায়ের স্ত্রী গুরুদাসী রায়কে (৩৫) এবং রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার শেরপুর পুটিমারী এলাকার প্রদ্বীপ চন্দ্রের স্ত্রী জয়ন্তি বালাকে (৩৫) ৩দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সিদ্দিকুর রহমান। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সাজা প্রাপ্ত আসামীদেরকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই