কিশোরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ্ উদ্যাপন

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ “শিশুকে মায়ের দুধ খাওয়ানো – টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি” এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ্ পালন করা হয়।

সপ্তাহের শেষদিনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ গউসুল আজীম চৌধুরী এর সভাপতিত্বে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালীতে অংশগ্রহন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ,উপজেলা পঃপঃ বিভাগ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপি’র স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প, ল্যাম্ব “শো” প্রকল্প ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- নবকলি প্রকল্পের তিন শতাধিক লোক র‌্যালীতে অংশ নেয়।

র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবকলি প্রকল্প এর হেল্থ অফিসার মোঃ ওয়াদুদ হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পঃপঃ কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম।

সভায় আরো বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপি’র এডিপি ম্যানেজার নিকোলাস মূর্মূ,ল্যাম্ব “শো” প্রজেক্ট এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাবেয়া সরকার এলিনা প্রমূখ।



মন্তব্য চালু নেই