কিশোরগঞ্জে মহিলার লাশ উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জে শুক্রবার সকালে এক মহিলার লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ২য় স্ত্রী গত তিন দিন ধরে নিখোঁজের পর মরিয়ম বেগমের (৬৫) লাশ উদ্ধার করা হয়। মৃত মরিয়ম বেগম মজিবর রহমানের ২য় স্ত্রী। শুক্রবার সকালে স্থানীয় লোকজন মৃত মজিবর রহমানের বাড়ীর পিছনে বাঁশঝাড়ের মাঝখানে ছোট একটি গর্তে কচুরীপানা দিয়ে ঢেকে রাখা লাশ দেখতে পেয়ে চিৎকার করে।

পরে এলাকাবাসী জড়ো হয়ে কচুরীপানা সরিয়ে ফেললে মরিয়ম বেগমের মৃতদেহ দেখে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত মরিয়মের ছেলে মোসলেম (১৩) জানায়, মজিবর রহমানের প্রথম স্ত্রীর ছেলে আব্দুল ফরিদ বাবা মারা যাওয়ার পর থেকে নানা ভাবে শারীরিক নির্যাতন চালাত মা মরিয়ম বেগমের উপর।

মোসলেম স্বীকার করে বলেন,আমার বিমাতা ভাই আব্দুল ফরিদ মানসিক বিকার গ্রস্থ। মা’কে তিন ধরে খুঁজে না পেয়ে আজ তাকে বাড়ীর পিছনে বাঁশঝজাড়ের মাজখানে দেখি কচুরীপানা দিয়ে তার মৃত দেহ ঢেকে রাখা। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই