কিশোরগঞ্জে মিনা দিবস পালিত

“কন্যা শিশু বিয়ে দিয়ে করো নাকো ভুল,প্রত্যেকটি শিশু যেন এক একটি ফুল”এ প্রতিপাদ্য নিয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিন ব্যাপি মিনা দিবস ও মিনা মেলা পালন করা হয়।

শুক্রবার সকালে উপজেলা চত্বরে চিত্রাংকন প্রতিযোগীতা,রচনা প্রতিযোগীতা,র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও গাড়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনেওয়াজ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পলিসি এন্ড অপারেশন বিভাগের কর্মকর্তা আনোয়ারুল হক,বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একীভুত শিক্ষা সহকারী পরিচালক রাজা মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসান,গণেশ আদর্শ সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি হেদায়েত হোসেন প্রমূখ।

বাল্য বিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ শিশু নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ ফাহিম আব্দুল্লাহ,শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্রী নাদিয়া আক্তার প্রমূখ।

পরে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদেরকে পুরুস্কার প্রদান শেষে জুমার নামাজের বিরতি দেয়া হয়। আবার ৩টায় “মেঘের কোলে রোদ হেসেছে” নাটকের মঞ্চস্থর মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘটে।

মেলায় উপজেলার ৭টি ক্লাস্টারের পক্ষ থেকে ৭টি ষ্টল দেয়া হয়। সেখানে শিক্ষার্থীদের শিক্ষনীয় বিভিন্ন ধরণের শিক্ষামূলক ফ্লিপ চার্ট সহজ পদ্ধতীতে শিক্ষার সামগ্রীসহ নানা প্রকার ভিডিও প্রদর্শন করা হয়।



মন্তব্য চালু নেই