কিশোরগঞ্জে হিরোইনসহ ২ জন আটক

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জে হিরোইন বিক্রির সময় ২ হিরোইন বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কিশোরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক শাহ আলম ও শহীদ’র নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিন রাজীব গ্রামে জিল্লুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে হিরোইনসহ ২জনকে আটক করেছে পুলিশ। জিল্লুর রহমানের ছেলে হিরোইন ব্যবসায়ী মনারুল ইসলাম (৩৫) ও মুশা মিয়াজী পাড়া গ্রামের সাইয়্যেদার রহমানের ছেলে সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী (৪০) কে হিরোইন বিক্রির সময় হাতে নাতে আটক করে এবং ৫১টি হিরোইনের পুরিয়াসহ তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায় দীর্ঘদিন থেকে জিল্লুর রহমানের ছেলে মনারুল ইসলাম বাড়ীতে হিরোইন এনে বিক্রি করতো মর্মে অভিযোগ আসলে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে হিরোইনসহ ২জনকে আটক করা হয়। হিরোইন ব্যবসায়ীদেরকে আটকের পর কিশোরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক শাহ্ আলম বাদী হয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করে। মামলা নম্বর ৭। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদ হিরোইন ব্যবসায়ীকে আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে মাদক মামলা দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই