কুকুরকে বেদম মারধরের ঘটনায় রাজধানীতে ২ যুবক আটক

রাজধানীতে কুকুরকে বেদম মারধরের ঘটনায় দায়ের করা মামলায় দুই যুবককে আটক করেছে পুলিশ। এরা হলেন, শোভন ও ইমরান।

বেওয়ারিশ কুকুরকে মারধরের ঘটনায় আটকের ঘটনা বাংলাদেশে এই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রামপুরা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান তফাদ্দার সমকালকে জানান, প্রাণী সুরক্ষায় সচেতনতা তৈরি করে আসছে ‘অভয়ারণ্য’ নামে একটি সংগঠন। ওই সংগঠনের একটি মামলার পরিপ্রেক্ষিতে শোভন ও ইমরান নামে দুই যুবককে মঙ্গলবার আটক করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই জসিম জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে কুকুর পেটানোর ঘটনায় ওই দুজনকে শনাক্ত করে আটক করা হয়েছে। যে কুকুরটিকে পেটানো হয়েছে- তা প্রথমে রামপুরার এক বাসিন্দা লালন-পালন করতেন। পরে তিনি কুকুরটির দায়িত্ব ছেড়ে দেন। এরপর সেটি বেওয়ারিশ হিসেবে এলাকায় ঘোরাফেরা করত।
আটক দুই যুবক পুলিশকে জানায়, এলাকায় কয়েকজনকে কামড়ানোর কারণে তারা কুকুরটিকে বেদম পিটিয়েছেন।

অভয়ারণ্যের সভাপতি রুবাইয়া আহমেদ জানান, কয়েক সপ্তাহ আগে ফেসবুকে একটি পোস্ট থেকে কুকুরটিকে মারধরের ঘটনা তারা জানতে পারেন। কুকুরটির অবস্থা তখন খুবই খারাপ ছিল। পশু হাসপাতালে চিকিৎসা দিয়ে কুকুরটি সুস্থ করে তোলেন তারা।

এই ঘটনায় প্রাণী সুরক্ষা আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় আটক হন শোভন ও ইমরান।



মন্তব্য চালু নেই