কুকের ৮৩৬ মিনিট!

ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও করতে পারেননি অ্যালিস্টার কুক। পাকিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে তিনি আউট হয়েছেন ২৬৩ রান করে। ট্রিপল সেঞ্চুরি না হলেও অনন্য এক কীর্তি ঠিকই গড়েছেন ইংলিশ অধিনায়ক।

কুক ২৬৩ রানের ইনিংসটি খেলতে ব্যাটিং করেছেন ৮৩৬ মিনিট। মিনিটের হিসাবে যা কোনো ইংলিশ ব্যাটসম্যানের সবচেয়ে দীর্ঘতম ইনিংস। আর টেস্টে ইতিহাসে তৃতীয় দীর্ঘতম ইনিংস।

কুক ভেঙে দিয়েছেন স্বদেশি লেন হাটনের ৭৯৭ মিনিট ব্যাটিং করার আগের রেকর্ডটি। ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভাল টেস্টে ৭৯৭ মিনিট ক্রিজে থেকে ৩৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন হাটন।

টেস্টে মিনিটের হিসাবে সবচেয়ে দীর্ঘতম ইনিংসের রেকর্ডটি পাকিস্তান কিংবদন্তি হানিফ মোহাম্মদের, ৯৭০ মিনিট। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে ৯৭০ মিনিট ব্যাটিং করে ৩৩৭ রান করেছিলেন হানিফ।

দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন, ৮৭৮ মিনিট। ১৯৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ডারবান টেস্টে ৮৭৮ মিনিট ক্রিজে থেকে ২৭৫ রানের ইনিংস খেলেছিলেন কারস্টেন। হানিফ-কারস্টেনের পরেই থাকছেন এখন কুক।

সূত্রঃ ইএসপিএন ক্রিক ইনফো



মন্তব্য চালু নেই