কুপিয়ে ও গুলি করে বিদেশিদের হত্যা করা হয়েছে : ময়নাতদন্তকারী চিকিৎসক

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে নিহতদের কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক সোহেল মাহমুদ। তিনি বলেন, গুলশানের ওই রেস্টুরেন্টে বিদেশিদের বেশিরভাগ মৃত্যু হয় ধারালো অস্ত্রের আঘাতে। তাদের সাতজনের শরীরে বুলেট পাওয়া গেছে। যাদের মাথায় ও ঘাড়ে কোপ ছিল।

ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরও বলেন, গত রবিবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২০ জনের ময়না তদন্ত করেন তারা। এ সময় নিহতদের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পান। অনেকের গলাও কাটা ছিল। নিহত বিদেশিদের মধ্যে সাতজনের শরীরে আটটি বুলেট পাওয়া যায়। তাদের ঘাড়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছিল।

অপারেশন থান্ডারবোল্ট অভিযানে নিহত ছয় জনের ময়নাতদন্তের বিষয়ে ডা. সোহেল মাহমুদ বলেন, এই ছয় জনের প্রত্যেকের শরীরে বুলেট পাওয়া গেছে। তবে বোমা বিস্ফোরণের আলামতও পাওয়া গেছে তিনজনের শরীরে।

ডা. সোহেল মাহমুদ আরও জানান, বুধবার নিহতদের শরীর থেকে রক্ত এবং ডিএনএ পরীক্ষার জন্য দাঁত ও উরুর মাংস সংগ্রহ করা হয়েছে।



মন্তব্য চালু নেই