কুমিল্লার তিতাসে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ২

৭ নভেম্বর শনিবার কুমিল্লার নব গঠিত তিতাস উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার কালাচান্দকান্দি গ্রামের আউয়াল ও আমির হোসেনের মধ্যে পূর্বে থেকেই পারিবারিক কলহ চলছিল। ওই কলহের জের ধরেই আজকে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ওই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাছির গ্রুপ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম গ্রুপ কলাকান্দি বাজারে এসে মারামারি শুরু করে। এতে কলাকান্দি গ্রামের রাসেল মিয়া ও কালাচান্দকান্দি গ্রামের আমির হোসেন টেঁটাবিদ্ধ ও রাম দা’র কোপে আঘাত প্রাপ্ত হন। এদেরকে কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য যে, কয়েক দিন পরপর এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে এলাকাবাসী জানায়। যার মাশুল গুনতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষদের।
এব্যাপারে তিতাস থানার ওসি মনিরুলু ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের কিছু লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে’।



মন্তব্য চালু নেই