কুমিল্লা ভিক্টোরিয়ার কোচ ‘সাকিবের গুরু’ সালাউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়া তাদের প্রধান কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়োগ দিয়েছে। বিপিএলের শেষ আসরে তিনি সিলেট রয়্যালসের কোচ ছিলেন। দল ও কোচের মধ্যে ইতোমধ্যে চুক্তির সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

বিকেএসপির সাবেক কোচ সালাহউদ্দিন এর আগে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফ হিসেবে ৫ বছর কাজ করেছেন। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। বিকেএসপিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গুরু ছিলেন তিনি। চলতি মাসের শেষ দিকেই সিলেট কুমিল্লা ভিক্টোরিয়ার হয়ে কাজ শুরু করবেন।

কোচ হিসেবে সালাউদ্দিনকে নিয়োগে উচ্ছ্বসিত কুমিল্লা ভিক্টোরিয়ার চেয়ারম্যান নাফিসা কামাল বলেছেন, ‘তাকে দলের অংশ হিসেবে পাওয়াটা সম্মানের। শেষ আসরে সিলেটের উত্থানে তার অবদান ছিল অনস্বীকার্য। ক্রিকেটের জন্য তার আত্মোৎসর্গ করাটাকে আমরা সম্মান করি। আশা করছি তিনি দলকে সংহত অবস্থায় নিয়ে যেতে পারবেন। এখানে ম্যাচের ফলের পরিসংখ্যানটা মুখ্য নয় এবং কুমিল্লা দলের সবচেয়ে বড় সংযোজন তিনি।’

এদিকে কুমিল্লা দলের কোচের দায়িত্ব পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সালাউদ্দিনও। তিনি বলেছেন, ‘আমি কুমিল্লা ভিক্টোরিয়া দল গুছানোর সুযোগ পেয়ে প্রীত বোধ করছি। কুমিল্লা আমার নিজ জেলা। সেই জেলার দলকে প্রতিনিধিত্ব করতে পারাটা সত্যি আমার জন্য গৌরবের। আশা করছি, এ সব দিক সুচারুরূপে দল ব্যবস্থাপনায় আমাকে সহায়তা করবে।’



মন্তব্য চালু নেই