কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়ায় পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধে দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ সময় একটি পিস্তল, একটি বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত নিহত দুই ডাকাতের পরিচয় নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর-ভেড়ামারা জিকে ক্যানাল সড়কের গোবিন্দগুনিয়া এলাকায় একদল ডাকাত গাছের গুড়ি ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা করছে- এমন সংবাদে ভিত্তিতে পুলিশের টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে বোমার বিস্ফোরণ ঘটায়।

এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়ে। এতে ডাকাত দলের দুই সদস্য ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল ও তার আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে।

নিহত দুই ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলেও জানান ওসি কাজী জালাল।



মন্তব্য চালু নেই