কুৎসিত কুকুর হওয়ায় পুরস্কার পেল কোটি টাকা! জেনে নিন কিভাবে…

পৃথিবীতে কত রকমই না প্রতিযোগিতা হয়ে থাকে। কিন্তু কেউ কি আগে শুনেছেন, কুৎসিত কুকুর নির্বাচনে প্রতিযোগিতা হয় বিশ্বের কোথাও? হ্যাঁ হয়। আর তা আমেরিকার ক্যালিফেঅর্নিয়ায়।

দীর্ঘ ২৮ বছর ধরেই ক্যালিফেঅর্নিয়ায় এই প্রতিযোগিতা হয়ে আসছে। এবার সেই প্রতিযোগিতায় সেরা কুৎসিত কুকুরের পুরস্কার জিতেছে ১৭ বছর বয়সী চিহুয়া জাতের কুকুর, নাম স্যুইপি র‍্যাম্বো।

এই প্রতিয়োগিতায় সেরা হয়ে স্যুইপি র‍্যাম্বো এখন বিদেশি সংবাদ শিরোনামে। শুধু তাই নয়, সে জিতেছে প্রায় এক কোটি টাকার পুরস্কার আর সঙ্গে একটা ৬ ফুট উচ্চতার ট্রফি।

বিচারকমণ্ডলী যখন ১৭ বছর বয়সী স্যুইপি র‍্যাম্বোকে দেখলেন, তখন তারা বললেন, বিগত ২ দশকে ‘এত কুৎসিত’ কুকুর নাকি তারা দেখেননি। সানফ্রানসিসকো থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে, এই প্রতিযোগিতায় যোগদান করেছিল আরও ১৬ টি কুকুর, তাদের সবার থেকে সবথেকে ‘কুৎসিত’ হয়ে ২৮ তম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে র‍্যাম্বো।



মন্তব্য চালু নেই