কুড়িগ্রামের উলিপুরে বুদ্ধি প্রতিবন্ধীদের বিশেষ শিক্ষার বিদ্যালয়ের উদ্বোধন

কে,এম, গোলাম রব্বানী, কুড়িগ্রাম: বিশেষ শিক্ষার মাধ্যমে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে কুড়িগ্রামের উলিপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জুম্মাহাট এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন করেন সুইড-বাংলাদেশ এর মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম জামিরি হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জার রহমান, অধ্যক্ষ খায়রুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন, মুক্তিযোদ্ধা বদিউল আলম পাটোয়ারী, অবিভাবক বিজলী রানী, আজাহার আলী, সুইড-বাংলাদেশ চিলমারী শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাবু, কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, উন্নয়নকর্মী ফিরোজ আলম ও উদ্যোক্তা মাহবুবুর রহমান প্রমুখ।

সুইড-বাংলাদেশের পরিচালনায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমে ৭০ জন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ শিক্ষা গ্রহনে সুযোগ পাবে।



মন্তব্য চালু নেই