কুড়িগ্রামের উলিপুরে ৩ মন ওজনের একজোড়া বাঘা আইড় মাছ ধরা পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার উলিপুরে ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে তিন মণ ওজনের বিশাল এক জোড়া বাঘা আইড় মাছ। ওই মাছ ২টি সোমবার বিকালে উলিপুর মাছ বাজারে বিক্রয় হয়েছে ৯০ হাজার টাকায়। এই মাছ দেখতে ভিড় করে শত শত মানুষ।

হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে রোববার চরবাগুয়া গ্রামের জেলে আছিরুদ্দিন মাছ শিকারের জন্য নদীতে যায়। বিকেলে এ সময় তার চাকা জালে পর পর ২’টি বাঘা আইড় মাছ ধরা পরে। তিনি সোমবার উলিপুর বাজারে বাঘা আইড় মাছ ২’টি নিয়ে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য শত শত লোক মাছ বাজারে ভিড় জমায়। পরে জেলের কাছ থেকে সাহেব আলী নামের একজন মাছ ব্যবসায়ী ৯০ হাজার টাকায় বাঘা আইড় মাছ দু’টি ক্রয় করেন। ওই ব্যবসায়ী মাছ দুটি কেটে কেজি প্রতি ১ হাজার টাকা দরে বিক্রি করেন। ফলে এ মাছের খুচরা মূল্য দাড়ায় এক লাখ ২০হাজার টাকায়।



মন্তব্য চালু নেই