কুড়িগ্রামের দূর্গম চরাঞ্চলে বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের দূর্গম চরাঞ্চলে বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিচ্ছে ল্যাম্ব হাসপাতাল পার্বতীপুর। জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে ৭দিন ব্যাপী ফ্রি

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন টি আর ফান্ড বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেনটিভ সুচিত্রা বেহেরা।
এ সময় উপস্থিত ছিলেন ডাঃ শাহিন, ডাঃ আল আমিন, প্রোগ্রাম ম্যানেজার মাহাতাব লিটন, ইউপি চেয়ারম্যান সিদ্দিক মন্ডল প্রমূখ।

জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দূর্গম এলাকার ৬টি চর, নাগেশ্বরী উপজেলার নারায়নপুরের ৪টি, কাচাকাটা ইউনিয়নের ৪টি দূর্গম চরে সপ্তাহ ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ২হাজার ১শত রোগীর চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হবে।

এছাড়াও ৫শ’ ১৫টি পরিবারে হাইজিন কিডস, ৪শ ৮০টি পরিবারে নিউটেশন সার্পট দেয়া হবে।



মন্তব্য চালু নেই