কুড়িগ্রামের যাত্রাপুর সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় ঔষধ আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর সীমান্তের বিজিবির সদস্যরা বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ আটক করেছে।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের যাত্রাপুর বিওপির হাবিলদার মোঃ জাহাংগীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে আজ দপুর ২টায় যাত্রাপুর নদীর ঘাট নামক স্থানে অবস্থান গ্রহণ করে।

পরে ০১ জন লোক মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবির টহল দল (১) ভারতীয় ডেস্কমেথাসল ট্যাবলেট (৫ এমজি) ২৫০০টি এবং (২) ভারতীয় সিপ্রো হেপাটাডিন হাইডোক্লোরাইড ট্যাবলেট ২৫০০টি আটক করে।

আটককৃত ঔষধের মূল্য ১,০০০০০/-। আটককৃত ঔষধ কাস্টমস অফিসে জমা করা হয়েছে।



মন্তব্য চালু নেই