কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় ১৫৩জন জিপিএ-৫

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় চলতি এইচএসসি পরীক্ষায় ১৫৩জন জিপিএ-৫ পেয়েছে। জেলায় সবচেয়ে ভাল ফলাফল করেছে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ। এ কলেজ থেকে সর্বোচ্চ ৬৮জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬৪জন এবং মানবিক বিভাগে ৪জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ফলাফল কুড়িগ্রাম সরকারি কলেজের। এখানে জিপিএ-৫ পেয়েছে ২৮জন। এছাড়া কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ স্কুল এ্যান্ড কলেজ থেকে ১জন, চিলমারী উপজেলায় ৮জন, নাগেশ^রী উপজেলায় ১২জন, রাজারহাট উপজেলায় ১জন, ফুলবাড়ী উপজেলায় ২জন, উলিপুর উপজেলায় ১০জন, রৌমারী উপজেলায় ১৩জন, রাজিবপুর উপজেলায় ৩জন ও ভুরুঙ্গামারী উপজেলায় ৭জন শিক্ষার্থী জিপিএ-৫পেয়েছে। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রবীন্দ্রনাথ চক্রবর্তী জানান,বিগত কয়েক বছরের চেয়ে এবারের ফলাফলে সর্বোচ্চ জিপিএ-৫ আমাদের কলেজের ছাত্রীরা পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সকল ছাত্রীকে অভিনন্দনসহ সকল বিভাগের শিক্ষক ও অভিভাবকদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।



মন্তব্য চালু নেই