কুড়িগ্রামে এবার বন্যার্তদের ব্যতিক্রমী ত্রান বিতরণ

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে প্রাকটিক্যাল একশন,বাংলাদেশ এর উদ্যোগে এবং ইউকে এইড এর অর্থায়নে ব্যতিক্রমী ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে সংস্থাটির ‘পামকিন এগেইন্টস প্রোভারটি’ প্রজেক্টের আয়োজনে উপজেলার রমনা ইউনিয়নের ৫শত পরিবারকে এ ত্রান সহায়তা দেয়া হয়। রমনা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ত্রান সামগ্রীর মধ্যে চাল,ডাল,তেল,লবণ, খাবার স্যালাইন ছাড়াও প্রতি পরিবারের জন্য একটি করে মিষ্টি কুমড়া এবং দুর্গত নারীদের জন্য স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয় যা ছিল এক ব্যতিক্রমী উদ্যোগ।

প্রাকটিক্যাল একশন,বাংলাদেশ এর হেড অব এক্সট্রিম প্রোভারটি প্রোগ্রাম এজেএম নাজমুল ইসলাম,রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী ও প্রাকটিক্যাল একশন,বাংলাদেশ এর কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই