কুড়িগ্রামে এমপিও ভুক্তির দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি : স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি ও যোগদানের তারিখ হতে চাকুরীর বয়স গননার দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে নন এমপিও ভুক্ত কলেজ শিক্ষকরা।

আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার স্বীকৃতিপ্রাপ্ত কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান ফারুক, এরশাদুল হক খান, মমিনুল ইসলাম, অব্দুর রাজ্জাক রানা প্রমুখ।

বক্তারা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত হয়েও এমপিও ভুক্তি না পেয়ে দীর্ঘ ১০/১৫ বছর যাবৎ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন যাপন করে আসছেন।

অনতিবিলম্বে এসব শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।



মন্তব্য চালু নেই