কুড়িগ্রামে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের কার্যক্রম উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে জেলার ২হাজার ৬৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪লাখ ৪৪হাজার ৯৯৭ জন শিশুকে কৃমি নাশক টেবলেট খাওয়ানোর তার্গেট নির্ধারন করেছে স্বাস্থ্য বিভাগ। শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময়ে সকল শিক্ষার্থীদের এ টেবলেট খাওয়ানো হবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে।

এ উপলক্ষ্যে শনিবার সকালে নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কৃমিনাশক টেবলেট খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিপুটি সিভিল সার্জন ডাঃ নাসরিন বেগম, ইউএনও আমিনুল ইসলাম, সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস এম আমিনুল ইসলাম, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ডাঃ সুভাষ চন্দ্র, প্রধান শিক্ষক সাজেদা বেগম প্রমুখ।

সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস এম আমিনুল ইসলাম জানান, শিশুদের স্বাস্থ্য রক্ষায় সরকার প্রতি বছর মে থেকে নভেম্বর মাসের মধ্যে দু’দফা বিনামুল্যে কৃমিনাশক টেবলেট খাওয়ানো কার্যকমে হাতে নিয়েছে।



মন্তব্য চালু নেই