কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রশিক্ষণ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৪র্থ পর্যায় এর কুড়িগ্রাম জেলার তিন দিনব্যাপী কেন্দ্র শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ -২০১৬ আজ মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সহকারী পরিচালক আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, বিশেষ অতিথি বাংলাদেশ হিন্দু, বৈদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ছানালাল বকসী ।

বক্তাগণ প্রশিক্ষনের গুরুত, শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, পাঠদান পদ্ধতি, ধর্মীয়, নৈতিকতা, ছড়াগান, গল্প, খেলাধুলা ইত্যাদি শিক্ষার উপর গুরুত আরোপ করেন।



মন্তব্য চালু নেই