কুড়িগ্রামে নতুন জাতের আলু উৎপাদন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে রোসা গোল্ড নামের একটি নতুন জাতের আলুর পরীক্ষামুলক ফলন করা হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রামের ছিনাই ইউনিয়নের শিঙিমারী এলাকায় স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা ও গবেষকগণ ক্ষেত পরিদর্শন করেন।

পরে এক কৃষক সমাবেশে নতুন জাতের আলুর বিষয়ে বিস্তারিত জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি কর্মকর্তা মকবুল হোসেন, রোসা গোল্ড উদ্বোধক প্রতিষ্ঠান এ আর মালিক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সোপান মালিক, প্রুফস নর্থ আইডিই বাংলাদেশের টিম লিডার কৃষিবিদ হাশেম আলী আকাশ প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন অঞ্চল থেকে ৫শতাধিক আলু চাষি সমাবেশে অংশ নেন।

সমাবেশে জানানো হয়, রোসা গোল্ড মুলত বাংলাদেশী শিলবিলাতি আলুর জাতের প্যাটান নিয়ে একটি উন্নততর জাত। এই আলুর রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেশি তেমনি স্বাদও দেশি আলুর মতোই আর এর উৎপাদনও দেশি আলুর চেয়ে প্রায় দ্বিগুন।



মন্তব্য চালু নেই