কুড়িগ্রামে পরিবহন ধর্মঘট : দুর্ভোগে যাত্রী ও ব্যবসায়ীরা

কুড়িগ্রাম প্রতিনিধি : বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহবানে ডাকা অনির্দ্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে সমর্থন দিয়েছে জেলা পরিরবহন মালিক সমিতি। ফলে জেলার সাথে রাজধানীসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে জেলার আভ্যন্তরীন দুই একটি রুটে সীমিত আকারে বাস চলাচল করছে। পরিবহন ধর্মঘটে বিরুপ প্রভাব পড়েছে যাত্রী সাধারনের উপর। পরিবহন বন্ধ থাকায় পচনশীল দ্রব্য নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। হঠাৎ করে গভীর রাতে ধর্মঘট আহবান করায় বিভ্রন্তিতে পড়েছে যাত্রী সাধারন ও পরিবহনের সাথে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য ২০১১ সালের ১৩ আগষ্ট ঢাকা-মানিকগঞ্জ সড়কে চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সাথে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরকে বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এসময় তারেক মাসুদ ও মিশুক মুনিরসহ ৫ জন নিহত হয়।
এঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।



মন্তব্য চালু নেই