কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও দোয়া শেষে কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, সহ-সভাপতি চাষী করিম, যুগ্ন সাধারণ সম্পাদক এস.এম আব্রাহাম লিংকন, ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব, মহিলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ফাল্গুনি তরফদার প্রমুখ।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর জীবনী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ মাচর্ শেখ লুৎফুর রহমান এবং সায়রা বেগমের ঘরে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ ত্যাগি জীবনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে মাত্র ৫৫ বছর বয়সেই জীবন দিতে হয়েছে ইতিহাসের এই মহামানবকে।



মন্তব্য চালু নেই