কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদক দ্রব্যসহ কীটনাশক ঔষধ আটক

কে,এম, গোলাম রব্বানী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ি ও ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিজিবি ভারতীয় গাজা, ফেন্সিডিল,ঔষধ এবং মদ আটক করেছে। তবে এ সময় বিজিবি পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি। ৪৫ বর্ডারগার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের অনন্তপুর বিওপির হাবিলদার মঞ্জুরুল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৪ এস এর নিকট ভেল্লিরতল নামক স্থান ভারতীয় ৫ কেজি ৭০০ গ্রাম গাজা,৩০ বোতল ফেন্সিডিল এবং ২০ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। অপরদিকে ভুরুংগামারী উপজেলার শিংঝাড় ক্যাম্পের হাবিলদার কমল চন্দ্র এর নেতৃত্বে শনিবার সকালে আন্তর্জাতিক পিলার ৯৫৩/৮ এস এর নিকট শিংঝাড় নামক স্থান হতে ৫০ বোতল কীটনাশক ঔষধ আটক করে। যার মূল্য প্রায় ১০ হাজার টাকা। আটককৃত গাজা, ফেন্সিডিল, মদ এবং কীটনাশক ঔষধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমাকরা হয়েছে।



মন্তব্য চালু নেই