কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহলের কৃষকদের নিয়ে বিএডিসি’র মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহলের কৃষকদের নিয়ে বিএডিসি’র মতবিনিময় সভা মঙ্গলবার দাশিয়ারছড়ায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন জীব প্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন, বর্ধিতকরণ, মাননিয়ন্ত্রণ প্রযুক্তির বিস্তার প্রকল্পের আওতায় দাশিয়ারছড়া বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএডিসি’র পরিচালক (বীজ ও উদ্যান) যুগ্ম সচিব মোঃ রওনক মাহমুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

যুগ্ম-পরিচালক আসাদুর রহমানের সভাপতি মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি’র মাননিয়ন্ত্রণ ও প্রকল্প পরিচালক রেজাউল করিম। এছাড়াও বক্তব্য রাখেন ফারুক জাহিদুল হক, আ.ফ.ম সাইফুল ইসলাম, মর্তুজা রাশেদ ইকবাল, কামরুজ্জামান, এনামুল হক, আবু তালেব প্রমুখ। পরে দুপুরে কুড়িগ্রাম বীজ হিমাগার চত্বরে স্থানীয় কৃষকদের নিয়ে দ্বিতীয় দফা কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষকের মাঝে মতবিনিময় সভায় তাদের সমস্যা, সম্ভাবনা এবং আধুনিক প্রযুক্তির অন্তর্ভূক্তি নিয়ে আলোচনায় দিক নির্দেশনা দেন প্রধান অতিথি। জানানো হয় দাশিয়ারছড়ায় এক হাজার ৯৪৩ একর আবাদি জমির মধ্যে তিন শতাধিক একর জমি এক ফসলি। কারণ এ জমিগুলো জলাবদ্ধ। এ জমিগুলো তিন ফসলি করতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া দাশিয়ারছড়ার কৃষকদের সেবা নিশ্চিত করতে সারের ডিলার ও বীজ ডিলার নিয়োগ এবং গভীর নলকূপ স্থাপনের উদ্যোগের কথা জানান কুড়িগ্রাম বিএডিসি’র উপ-পরিচালক আবু তালেব।



মন্তব্য চালু নেই