কুড়িগ্রামে বেসরকারি কলেজে শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্ত করার দাবিতে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাবাপি মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সভাপতি যাবের ইবনে হুদা সাগর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষক নেতা আক্তারুজ্জামান পলাশ, তপতী রায়, মিনা বেগম, নুরে খাতুন, আতাউর রহমান মিন্টু প্রমূখ।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স ও মাস্টার্স শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় বক্তারা জানান, বেসরকারি কলেজে অনার্স, মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ এমপিও ভুক্তির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।

এমপিও ভুক্ত বেসরকারি কলেজে অন্যান্য শিক্ষকদের মতো নিয়োগপ্রাপ্ত হয়েও জনবল কাঠামো না থাকাতে বিগত ২৪ বছর ধরে তারা কলেজ কর্তৃক নামমাত্র বেতন পেয়ে মানবেতর জীবন যাপন করছে।

সরকার প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে ৯ম ও ১০ম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক বেসরকারি কলেজ সমূহে অনার্স, মাস্টার্স কোর্সের সকল শিক্ষকদের এমপিও ভুক্তির বিষয়টি বাস্তবায়নের অনুরোধ জানান।



মন্তব্য চালু নেই