কুড়িগ্রামে রেশম পল্লীর হারানো ঐতিহ্য ফেরাতে রেশম র‌্যালী ও চাষী সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার আদর্শ রেশম পল্লীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে রেশম র‌্যালী ও চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ছিনাই ইউনিয়নের রেশম পল্লী এলাকায় দিনব্যাপী র‌্যালী-সমাবেশ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রংপুর রেশম সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো: সাজাদুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রকল্প পরিচালক মো: সেরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সিবিএ সভাপতি মো: আবু সেলিম, ছিনাই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো: নূরুজ্জামান হক বুলু প্রমূখ।

চাষী সমাবেশে বক্তারা বলেন, কুড়িগ্রামের ছিনাই ইউনিয়নের অধিকাংশ মানুষ এক সময় রেশম চাষ করে জীবিকা নির্বাহ করত। অথচ সেই ঐতিহ্য এখন হারাতে বসেছে। এ ঐতিহ্য ফিরিয়ে আনতেই বেশম উন্নয়ন বোর্ড সব ধরনের সহায়তা দিতে এগিয়ে এসেছে। আগামী দু’ বছরের মধ্যেই কুড়িগ্রামের ছিনাই আদর্শ রেশম পল্লীর হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।



মন্তব্য চালু নেই