কুড়ির পর কি সত্যিই যৌন আবেদন কমে যায় মহিলাদের? আসল সত্যিটা জানলে চমকে উঠবেন

নারীদের নাকি কুড়ি বছর অতিক্রম হলেই যৌন আবেদন কমে যায়৷ নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে অধিকাংশ পুরুষই এমন ভাব পোষণ করেন৷

হু উই আর নামের এক নতুন এক গবেষণা মূলক বই কিউপিড নামের একটি ওয়েবসাইট থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে রয়না করা হয়েছে সম্প্রতি৷ ক্রিশ্চিয়ান রাডার নামের এক লেখক এই ওয়েবসাইটটির সহ প্রতিষ্ঠাতা৷ এতে মানুষ পরস্পরকে কিভাবে দেখে তার কথাই বলে রয়েছে৷ এই বইটিতেই প্রকাশিত হয়েছে যে একজন পুরুষ মনে মনে একজন ২২ বছর বয়সী মহিলাকে ২০ বছর বয়সি মহিলার থেকে কম আবেদনময়ী হিসেবে মনে করে থাকেন৷

এই বইটিতে লেখা রয়েছে, ৫০ বছর পর্যন্ত যে কোন পুরুষ ২০ থেকে ২৪ বছয় বয়সি নারীকেই সবচেয়ে বেশি আকর্ষণীয়া বলে মনে করে থাকেন৷ তেমনই, ৩৯ বছর পর্যন্ত মহিলারা তার চেয়ে একবছর কম বয়সি পুরুষদের বেশি পছন্দ করে থাকেন৷ এমনকি ৫০ বছর বয়সী মহিলাদের কাছেও ৪৬ বয়সি পুরুষরা বেশি আকর্ষণীয় হয়ে থাকেন৷

বইটির লেখক জানিয়েছেন, মানুষদের মতামত নিয়েই তিনি এই গবেষমা করেছেন৷ কিন্তু বাস্তব জীবনে তারা আদৌ এগুলি মেনে চলছেন কিনা তা অনুসন্ধান করা হয়নি৷ আদতে বাস্তবে দেখা গেছে, ৪০ বছরের যেকোনো পুরুষ ৩০ থেকে ৩৫ বছর বয়সি মহিলার সঙ্গেই সম্পর্ক স্থাপন করছেন৷



মন্তব্য চালু নেই