‘কুয়াশায় গাড়ির গতি ৫০ কিলোমিটারের বেশি নয়’

দেশের সড়ক-মহাসড়কে কুয়াশার মধ্যে ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালালে চালকদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তবে নির্ধারিত গতিবেগের ওপরে গাড়ি চালালে কী শাস্তি দেওয়া হবে তা জানানো হয়নি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, কুয়াশার মধ্যে সড়ক-মহাসড়কে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালাতে হবে। এর বেশি গতিতে গাড়ি চালালে চালকদের শাস্তির মুখোমুখি হতে হবে।

তবে নির্ধারিত গতিবেগের বেশি গতিতে গাড়ি চালালে কী শাস্তি দেওযা হবে তা বলা হয়নি।

সেতুমন্ত্রী জানান, সড়ক-মহাসড়কে কুয়াশার মধ্যে দুর্ঘটনারোধে গাড়ির গতি নিয়ন্ত্রণে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় অবশ্যই চালককে ‘ফগলাইট’ ব্যবহার করতে হবে। ঘন কুয়াশায় প্রয়োজনে গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে।

বৈঠকে আরো ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নিরাপদ সড়ক চাই’র সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাস মালিক সমিতির একাংশের নেতা মোহাম্মদ ওসমান ও সোহেলসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুলিশসহ কাউন্সিলের নেতারা।



মন্তব্য চালু নেই