কেন্দ্রীয় কারাগারে বাড়তি নিরাপত্তা

র‌্যাব, পুলিশ ও কারারক্ষীদের সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে দুই স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

সোমবার সকাল থেকে এ নিরাপত্তা বলয় দৃশ্যমান হয় বলে স্থানীয়রা জানান। তবে পুলিশ বলছে এটা তাদের নিয়োমিত ডিউটির অংশ।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদের সাথে কথা হলে তিনি বলেন, ‘কেন্দ্রীয় কারাগার থেকে আসামি আদালতে নেয়া এবং আদালত থেকে আসামিদের কারাগারে প্রবেশ করানোর সময় প্রতিদিনই এমন নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এটা নতুন কিছু নয়।’

এর আগে রোববার মধ্যরাতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে এই কারাগারে আনা হয়েছে। এসময়ই থেকেই মূলত নাজিমুদ্দিন রোডে অতিরিক্ত পুলিশের আনাগোনা দেখা যায় বলে জানান স্থানীয়রা।



মন্তব্য চালু নেই