কেন বাঁ হাতে ঘড়ি পরেন জেনে নিন

সময় দেখার জন্য হাতঘড়ির ব্যবহার বহুল প্রচলিত। বর্তমানে অবশ্য অনেকের কাছে সময় দেখা ছাড়াও, স্টাইল হিসেবেও হাতঘড়ি পছন্দ। কিন্তু কখনো কী ভেবে দেখেছেন, ঘড়ি ডান হাতের পরিবর্তে বাঁ হাতে কেন পরা হয়? এর রহস্যটা কী?

ঘড়ি কেন বাঁ-হাতে পরে, সেই উত্তর জানতে হলে পেছনের ইতিহাস আগে জানতে হবে। বিংশ শতাব্দীতে পকেট ঘড়ি প্রচলিত ছিল, যা পকেটে নিয়ে ঘুড়ে বেড়ানো যেত এবং সাধারণত একটি চেইন দিয়ে আটকানো থাকত। পকেট থেকে ঘড়ি বের করে সময় দেখতে হতো।

সেই সময় কেউ কেউ চেন দেওয়া ঘড়িকেই হাতে পরতে শুরু করে। সেই থেকে হাতঘড়ি পরার চল শুরু হয়। আর বাঁ-হাতে ঘড়ি পরার পিছনে কারণটা হলো, বেশিরভাগ মানুষ ডান হাত দিয়েই সব কাজ করত।

ডানহাত দিয়ে কাজ করতে ব্যস্ত থাকলেও, চট করে বাঁ-হাতের ঘড়ি দেখা সুবিধা। এ কারণে ঘড়ি বাঁ-হাতের পরার চল শুরু হয়। তাছাড়া, ঘড়ি বাহাতে পরার জন্যও সেইমতো ঘড়ি তৈরি শুরু হয়। আর ডান হাত কাজে বেশি ব্যস্ত থাকায়, বাঁ হাতে ঘড়ি সুরক্ষিত থাকে। খারাপ বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যায়।



মন্তব্য চালু নেই