কোপা আমেরিকায় খেলছেন না নেইমার

বার্সালোনার কাছ থেকে রিও অলিম্পিকে খেলার অনুমতি পেলেও কোপা আমেরিকায় দলের হয়ে অংশ নেয়ার অনুমতি মেলেনি ব্রাজিলের অধিনায়ক নেইমারের। ফলে কোপার শতবর্ষে নেইমারকে ছাড়াই মাঠে নামবে ব্রাজিল।

মে মাসে ক্লাব ফুটবলের মৌসুম শেষ। জুনে কোপা, আগস্টে অলিম্পিক ফুটবল। টানা দুটি টুর্নামেন্ট খেলে আবার আগস্টেই ক্লাবের নতুন মৌসুম। যা অনেকটাই অসম্ভব নেইমারের জন্য। এ কারণে আগেই ঠিক করে রাখা হয়েছিল, কোপা কিংবা অলিম্পিকের যেকোনো একটিতে নেইমারকে খেলার অনুমতি দেবে বার্সা।

যদিও কদিন আগেই বার্সা কোচ এনরিক জানিয়েছিলেন, নেইমার আগেই কোপা আমেরিকায় খেলার অনুমতি নিয়ে রেখেছে। তবে ব্রাজিল কোচ দুঙ্গা দেশের মাঠে অনুষ্ঠেয় অলিম্পিকে প্রতিপক্ষকে কোনভাবেই ছাড় দিতে রাজি নন। ফলে নেইমারকে কোপার পরিবর্তে অলিম্পিকে খেলার অনুমতি দেয়ার জন্যই বাড়তি আগ্রহ প্রকাশ করেন। তারই ফলশ্রুতিতে বার্সার পক্ষ থেকে অলিম্পিকে খেলার অনুমতি পেল এই স্ট্রাইকার।

তবে নেইমারবিহীন ব্রাজিলের কোপা অভিযান একটু কঠিনই হবে। এমনিতেই গ্রুপ ‘বি’তে তাদের সঙ্গী ইকুয়েডর, যারা এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে। সঙ্গে গত দুবার কোপায় তৃতীয় হওয়া পেরুও আছে। গ্রুপের অন্য দলটি হাইতি। এখন দেখা যাক নেইমারহীন ব্রাজিল কত দূর যেতে পারে।



মন্তব্য চালু নেই