কে জিতবে ভারত না বাংলাদেশ?

রবিবার এশিয়া কাপ ফাইনাল। কে জিতবে? বাংলাদেশ না কি ভারত? টি টোয়েন্টি ক্রিকেটে ভারত একনম্বর দল। বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। তাই বলে মাশরাফি মোর্তাজার দলকে হালকা ভাবে নেওয়ার কারণই নেই। মহেন্দ্র সিংহ ধোনি সেভাবে নিচ্ছেনও না। এখনও এশিয়া কাপে অপরাজেয় ভারত। একটি ম্যাচেও তাদের কেউ বেগ দিতে পারেনি। সেই জায়গায় রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। ধোনির প্রতিপক্ষ যেমন বাংলাদেশ।

তেমনি মাঠের বাইরে প্রবল জনসমর্থনও থাকবে মাশরাফির দলের দিকে। ধোনি বলেন, ‘যে কোনও দল ঘরের মাঠে খেললে তার সুবিধা নেয়। হোম টিমকে হারানো কিন্তু খুবই কঠিন ব্যাপার।’

এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়েছে ভারত। তাই বলে ফাইনালে ভারতের কাজটা মোটেও সহজ হবে না। ধোনি বলছেন, ‘গত কয়েক বছর ধরে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। ফলে ফাইনালে বেশ লড়াই হবে।’’

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি গতকালই ইঙ্গিত দিয়েছেন, টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন। আর ফাইনালের বল গড়ানোর আগেই বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও ধোনির ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। সেই তাসকিন বলছেন,‘ভারত এই মুহূর্তে বিশ্বের সেরা দল, এই বিষয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু আমরা যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরাও জয় ছিনিয়ে নিতে পারব।’

বাংলাদেশের প্রবল সমর্থকরা সেই দিকেই তাকিয়ে। যদি অসাধ্যসাধন করা যায়। সুত্রে-এবেলা



মন্তব্য চালু নেই