কোচের পদ ছাড়লেন জাদেজা

মাত্র কিছুদিন আগেই ভারতের রঞ্জি ট্রফির কোচ হয়েছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। কিন্তু নিজের মতামতের গুরুত্ব না পাওয়ায় অনেকটা অভিমান নিয়েই সে পদ ছাড়লেন জাদেজা।

পদত্যাগ সম্পর্কে জাদেজা বলেছেন দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা ডিডিসিএ’র কাছে তার মতামত কোনো গুরুত্ব রাখে না। তবে তার এই অভিযোগ অস্বীকার করেছে ডিডিসিএ। ডিডিসিএ প্রেসিডেন্ট স্নেহ প্রকাশ বানসাল বলেছেন, ছেলের অসুস্থতার জন্য জাদেজা খেলাটি মিস করেন। অমিত ভান্ডারিকে নতুন সহকারী কোচ নিয়োগ দেয়া হয়েছে।’

জাদেজা বলেছেন, ‘সংবাদপত্রে পড়লাম অমিত ভান্ডারিকে সহকারি কোচ নিয়োগ দেয়ায় আমি দলের সাথে সফর করিনি। আমি বলতে চাই, ওটা কারণ নয়। এখন মনে হচ্ছে ডিডিসিএ ইচ্ছে মতো কাজ করবে। তাদের সরকার মনোনিতদের মাধ্যমে নিয়োগকৃত কারো দরকার নেই। আমার মতামতও ডিডিসিএর কাছে গুরুত্ব রাখে না।’

সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো



মন্তব্য চালু নেই